• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দ্বিতীয় টেস্টের দলে নেই পাকিস্তানের সেরা পেসার


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৪, ০৪:২০ পিএম
দ্বিতীয় টেস্টের দলে নেই পাকিস্তানের সেরা পেসার

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে শক্তি কমল পাকিস্তানের। প্রয়োজনের সময় উইকেট এনে দিতে পারছেন না, গতি কিংবা সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের মনে ভয়ও ধরাতে পারছেন না পাকিস্তানের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। 

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর পাকিস্তানের পেসারদের তুলোধুনো করেছেন সাবেক ক্রিকেটাররা। শাহীন আফ্রিদির গতি কমে যাওয়া নিয়েও সমালোচনা করেছেন অনেকে।

জায়গায় হারানোর পর ভয়ে ইনজুরি লুকিয়ে টেপ পেঁচিয়ে খেলছেন শাহীন আফ্রিদিরা। এদিকে সাম্প্রতিক সময়ে বাঁহাতি পেসারের ফর্ম অবশ্য পক্ষে কথা বলছে না। নিজের খেলা সবশেষ চার টেস্টের ৮ ইনিংসে মাত্র ১১ উইকেট নিতে পেরেছেন তিনি। 

এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। পিসিবির ঘোষিত ১২ জনের তালিকায় নেই বাঁহাতি পেসারের নাম।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড
শান মাসুদ, সাউদ সাকিল, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, সালমান আলী আঘা, সাইম আইয়ুব, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, খুররাম শেহজাদ।পাকিস্তানের দ্বিতীয় টেস্টের একাদশে নেই শাহীন আফ্রিদি।

এআর

Wordbridge School
Link copied!