• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে সাফজয়ীরা, সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৪, ০৫:৪৬ পিএম
ঢাকায় পৌঁছেছে সাফজয়ীরা, সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

ঢাকা: নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তরুণ ফুটবলারদের অসামান্য এই অর্জন নিশ্চিতভাবেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে পুরো দেশে।  
 
বুধবার শিরোপা জয়ের পরপরই অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবার ঘোষণা দিয়েছেন এই দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।  

এআর

Wordbridge School
Link copied!