• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বসতে চান হাথুরুসিংহে


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৪, ০৭:২০ পিএম
নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে বসতে চান হাথুরুসিংহে

ঢাকা: দীর্ঘদিন ধরে চন্ডিকা হাথুরুসিংহের কোচিং পদ নিয়ে আলোচনা হচ্ছে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর সেই আলোচনা এখন আরো জোরালো।  

দায়িত্ব পাওয়ার পরই জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন নতুন সভাপতি ফারুক আহমেদ। তাই তো নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরু বলেন, 'আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই পরের ম্যাচে মনোযোগী আছি।'

দ্বিতীয় টেস্ট প্রসঙ্গে টাইগারদের প্রধান কোচ বলেন, 'পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল (শুক্রবার) কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।'

বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে হাথুরু সম্পর্কে ফারুক আহমেদ বলেছিলেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায়)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।' 

এআর

Wordbridge School
Link copied!