• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৯, ২০২৪, ০৮:১৪ পিএম
সাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ

ঢাকা: কাঠমান্ডু থেকে দেশে ফিরেছেন সাফজয়ী অনূর্ধ্ব ২০ দল। বিমানবন্দরেই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে ফুটবলারদের সোজা নিয়ে আসা হয় জাতীয় ক্রীড়া পরিষদে। যেখানে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ দলের ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। দলের প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি।

২৩জন ফুটবলারসহ সাফজয়ী দলের মোট সদস্য ৩৪ জন। বাকিরা কোচ এবং কর্মকর্তা। সে হিসেবে পুরো দলের জন্য প্রায় সাড়ে ৮ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা।

তবে, সাফজয়ী দলের জন্য ঘোষিত এই অর্থের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দান করে দেয়ার অনুরোধ জানিয়েছেন কোচ মারুফুল হক।

এআর

Wordbridge School
Link copied!