• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে টস হতে দেরি


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩০, ২০২৪, ১১:৫৩ এএম
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে টস হতে দেরি

ঢাকা: রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে। শুক্রবার (৩০ আগষ্ট) দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছে বৃষ্টি।
 
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় টস করার ছিল। আর খেলা শুরুর কথা সকাল ১১টায়। রাওয়ালপিন্ডিতে গত দুই ধরেই বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সেই বৃষ্টিধারা অব্যাহত আছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিললো অবশেষে।

এর আগে প্রথম টেস্টও বৃষ্টির কবলে পড়েছিল। যে কারণে ওই ম্যাচের প্রথম দিনে মাত্র ৪১ ওভার খেলা হয়েছিল।

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।

এআর

Wordbridge School
Link copied!