• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিন, হয়নি টসও


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩০, ২০২৪, ০২:৩১ পিএম
বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিন, হয়নি টসও

ঢাকা: সকাল থেকেই রাওয়ালপিন্ডির আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি। যে কারণে দুই ঘণ্টা অপেক্ষা করেও টস করা যায়নি। অতিবৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টার একটু পরই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রথম দিন টসই হতে পারেনি।

এ টেস্টের প্রথম দিনকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস সুবিধার ছিল না মোটেও। বাংলাদেশ সময় ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এর কিছুক্ষণ আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, তখন পর্যন্ত হোটেলেই ছিলেন দুই দলের খেলোয়াড়রা।

শুক্রবার বলে প্রথম সেশন হওয়ার কথা ছিল বর্ধিত। তবে প্রথম সেশনে যে খেলা সম্ভব নয়, সেটি বোঝা যায় আগেভাগেই। খেলা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখনো দুই সেশনের মতো বাকি ছিল দিনে। তবে বৃষ্টির তোপ এমনই যে আম্পায়াররা আর খেলা শুরুর সম্ভাবনা দেখেননি। এর আগে প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টি বাগড়া দিলেও খেলা হতে পেরেছিল ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও।

প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এ টেস্ট ড্র হলেও বাংলাদেশ পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা।

এআর

Wordbridge School
Link copied!