ঢাকা: পাকিস্তানকে তিনশর আগেই থামিয়ে দিল বাংলাদেশ। মিরাজের ৫ উইকেটে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৭৪ রানে। স্বাগতিকদের অলআউট করার পর দিনের শেষ বেলায় মাত্র দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটি তাতে অবিচ্ছিন্ন থেকেছে ১০ রান তুলে।
সাদমান ৯ বল খেলে ৬ আর জাকির ৩ বল খেলে ০ রানে অপরাজিত। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ২৬৪ রানে, হাতে আছে পুরো ১০ উইকেট।
মীর হামজা প্রথম বলটি করেছিলেন দুর্দান্ত। সাদমান ইসলামের ব্যাটের কানা ছুঁয়ে সেই বল চলে যায় গালিতে। কিন্তু ক্যাচ নিতে পারেননি সৌদ শাকিল।
টাইগারদের পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন মিরাজ। ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তানের পক্ষে ফিফটি হাঁকিয়েছেন শান মাসুদ, সাইম আইয়ুব ও সালমান আলী আঘা।
এআর