Menu
ঢাকা: লিটন-মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিরাজ আছেন ছন্দে। সেটা বোঝা গেছে তার ইনিংসের প্রথম বল থেকেই। বাংলাদেশের ব্যাটিং ধসের পর উইকেটে এসে ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। এরপর পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং কৌশল বদলেছেন। ফিফটি পেয়েছেন ৮১ বলে। টেস্টে এটি মিরাজের অষ্টম ফিফটি। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন। খেলেছিলেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি পেলেন। টেস্টে এটি লিটনের ১৮তম ফিফটি। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর যেভাবে দলকে টেনেছেন, গুরত্বের বিচারে নিঃসন্দেহে এটি তার অন্যতম সেরা।
৩৪ বলে ৬ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে প্রয়োজনীয় ১২৫ রান তুলে ফেলেছে তারা।
যার মূল কৃতিত্ব লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের। সপ্তম উইকেটে দুজনে মিলে ১০০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। লিটন ৪৮ ও মিরাজ ৪৭ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১২৬।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT