• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ‍্যে চতুর্থ দিন শুরু শান্তদের


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৪, ১১:০৩ এএম
পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ‍্যে চতুর্থ দিন শুরু শান্তদের

ঢাকা : রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন-মিরাজদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ২১ রানের লিড নিলেও দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনেও ধারাবাহিকতা ধরে রাখতে চায় সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে উইকেটশূন্য ছিলেন পেসার হাসান মাহমুদ। তবে ব্যাটিংয়ে একমাত্র অপরাজিত ব্যাটার ছিলেন তিনি। লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়ে পাকিস্তানের লিড কমাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। আর শেষ বেলাও রাঙিয়ে দেন তিনি। পাকিস্তানের দুটি উইকেট তুলে নিয়েছেন এই পেসার।

দিনের শেষভাগে জোড়া ধাক্কায় ব্যাকফুটে পাকিস্তান। তাদের দ্রুত অলআউট করে ম্যাচ জেতার সুযোগ এখন বাংলাদেশের। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২১ রানে এগিয়ে পাকিস্তান। বাকি আছে আর ৮ উইকেট। প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৭৪ রানের জবাবে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২৬২ রান করে বাংলাদেশ।

এমটিআই

Wordbridge School
Link copied!