• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বাংলাদেশের তাণ্ডবের পর হঠাৎ বন্ধ খেলা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:৪৪ পিএম
বাংলাদেশের তাণ্ডবের পর হঠাৎ বন্ধ খেলা

ঢাকা: লক্ষ্যটা খুব বেশি না। তারপরও বেশ তাড়াহুড়োই দেখা যাচ্ছে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে। শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করছেন জাকির হাসান। অপরদিকে শান্ত সাদমান। 

এমন শুরুর পর বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াল মেঘ। আলোক স্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা। আকাশে মেঘ থাকায় বৃষ্টিরও সম্ভাবনা আছে।

চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে গেছে। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। 

তবে ম্যাচ-উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা। বাংলাদেশের রান বিনা উইকেটে ৪২। জাকির অপরাজিত ২৩ বলে ৩১ রান নিয়ে। অন্যদিকে সাদমান অপরাজিত ১৯ বলে ৯ রান করে। 

এআর

Wordbridge School
Link copied!