• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বাবরদের ধুয়ে দিলেন সাবেকরা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:২৭ পিএম
বাবরদের ধুয়ে দিলেন সাবেকরা

ঢাকা: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাবরদের এমন হারে ঘরে-বাইরে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনা করেছেন জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক থেকে ইউনিস খানের মতো সাবেক ক্রিকেটাররা।

সাবেক অধিনায়ক মিয়াঁদাদ পিটিআইকে বলেছেন, ‘এটা কষ্টের যে, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের গোছানো পারফরম্যান্সের জন্য। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।'

সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বলেন, ‘অতীতে বড় দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজ সবসময়ই আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচিত হতো। কিন্তু এটা করতে হলে তো ব্যাটসম্যানদের রান পেতে হবে।’

সাবেক কিংবদন্তি ব্যাটার ইউনিস খান বলেন, ‘একটি দল যখন হেরে যাওয়ার চক্রে প্রবেশ করে তখন সেখান থেকে ফিরে আসা মানসিকভাবে কঠিন হয়ে পড়ে। আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি বর্তমান সংকট কাটিয়ে উঠতে তাদেরকে মানসিকভাবে দৃঢ় এবং একটি স্বচ্ছ চিন্তা ভাবনায় থাকতে হবে।’

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে কোনো জয় ছিল না বাংলাদেশের। এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। ঘরের মাঠে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ পেল পাকিস্তান।

এআর

Wordbridge School
Link copied!