ঢাকা: বাংলাদেশ দল যে আজ দেশে ফিরছে তা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রথম ভাগ দেশে পা রাখবে রাত ১১টায়। পরের অংশ দেশে আসবে রাতে ২টায়।
সাকিব পাকিস্তান থেকে বিমান ধরবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা রয়েছে তার। সারের হয়ে চারদিনের ম্যাচ খেলবেন সাকিব। ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এনওসি রয়েছে সাকিবের।
এদিকে দেশে ফিরে চলতি মাসেই ভারতে সফর করবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। দেশে ফিরে কিছুদিন ছুটি পেলেও, আগামী সপ্তাহেই আবারও অনুশীলনে ফিরবেন শান্তি-মিরাজরা।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। কানপুরে পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এআর