ঢাকা: শুরু হয়েছে নেশন্স লিগ। বৃহস্পতিবার মাঠে নেমেছিল পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো দলগুলো। স্পেন আছে লিগ 'এ'-এর গ্রুপ ৪।
এই গ্রুপের বাকি তিন দল হচ্ছে-ডেনমার্ক, সার্বিয়া এবং সুইজারল্যান্ড। ডেনমার্ক নিজেদের মাঠে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারায়। তবে সার্বিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে স্পেন।
পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য স্পেন শট নেয় মোট ২১টি। যার ৫টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, সার্বিয়ার ৯ শটের কেবল একটি ছিল লক্ষ্যে।
গত জুলাইয়ে ইউরো জেতা স্পেন একাদশ সাজিয়েছিল সেরাদের নিয়েই। বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে থাকা ইয়ামাল ম্যাচ জুড়ে দারুণ খেলেছেন। তবে দলকে জেতাতে পারেননি। একাদশে ছিলেন নিকো উইলিয়ামস, দানি ওলমো। তবে তারাও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেননি।
সার্বিয়াকে ম্যাচটি ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচ। ম্যাচে সার্বিয়ার সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। ইয়ামাল-ওলমোদের বেশকিছু শট ঠেকিয়ে দেন তিনি। স্পেনের কোচ দ্বিতীয় হাফের শেষের দিকে পেদ্রি, তরেসকে নামিয়েও গোলের দেখা পাননি।
এআর