• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

কাউন্টিতে বল হাতে জ্বলে উঠলেন সাকিব


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৫:৪৬ পিএম
কাউন্টিতে বল হাতে জ্বলে উঠলেন সাকিব

ঢাকা: কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। 

পরে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও দ্বিতীয় ইনিংসে আবারও বল হাতে ঝলক দেখিয়েছেন, নিয়েছেন ৫ উইকেট। টাইগার অলরাউন্ডারের তোপে ২২৪ রানে থেমেছে সমারসেট ইনিংস।

চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে সমারসেট। প্রথম ইনিংসে ৩১৭ রানে থামে তারা। জবাবে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩২১ রান তুলে থামে সারে। 

৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে গুটিয়ে গেছে সমারসেট। জয়ের জন্য সাকিবদের লক্ষ্য দাঁড়িয়েছে ২২১ রান। হাতে দিনের বাকি সময়।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে সমারসেট। ষষ্ঠ ওভারে সাফল্য এনে দেন সাকিব। অর্খি ভোগানকে ফেরান। তৃতীয় দিনে ফেরান আরও তিন ব্যাটার টম অ্যাবল, লুইস জর্জি, জেমস রিওকে। দশম উইকেট জুটিতে ৭১ রান তোলেন ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন। চতুর্থ দিনে জুটি ভেঙে সমারসেটকে দিনের শুরুতেই থামান সাকিব। টম ব্যান্টনকে ফেরান।

দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করেছেন সাকিব। ১ মেডেনসহ ৩.২৫ ইকোনমি রেটে ৯৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে সাকিবের উইকেট হল ৯টি। ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২৪ বলে ১২ রান করেন টাইগার তারকা।

এআর

Wordbridge School
Link copied!