• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচন না করার ঘোষণা দিলেন সালাউদ্দিন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:০২ পিএম
নির্বাচন না করার ঘোষণা দিলেন সালাউদ্দিন

ঢাকা: আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। কিছু দিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন তিনি। 

তবে পারিবারিক কারণে আসন্ন নির্বাচনে লড়বেন না। বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। 

গত ৫ আগস্ট ঘটনার পরবর্তী সময়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনেকটা নিভৃতে ছিলেন। বাফুফের কর্মকাণ্ড বাসা থেকে সম্পাদন করতেন। 

ব্যক্তিগত প্রেস ব্রিফিংয়ে তিনি আসন্ন নির্বাচন নিয়ে বা তার ব্যক্তিগত কিছু ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। যা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছে ফুটবলাঙ্গনে।

বিকেল ৪টায় বাফুফে ভবনে লিগ কমিটির সভা আছে। সেই সভায় যোগ দিতে ক্লাবের ও ফেডারেশনের কর্মকর্তারাও হাজির হচ্ছেন। 

এআর

Wordbridge School
Link copied!