• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লন্ডনের রাস্তায় ফুরফুরে সাকিব-শিশির


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৭:৩৯ পিএম
লন্ডনের রাস্তায় ফুরফুরে সাকিব-শিশির

ঢাকা: কাউন্টি ক্রিকেটে সারে’র হয়ে বেশ ভালো সময় কেটেছে সাকিব আল হাসানের। প্রায় এক যুগ পর কাউন্টি ক্রিকেটে ফিরে বল হাতে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সারে’র হয়ে ম্যাচটি জিততে পারেনি সাকিবের দল। তাতে অবশ্য তার সাফল্য ম্লান হয়নি। 

মাঠের বাইরের ব্যক্তি সাকিবের বিতর্ক ছাপিয়ে মাঠের সাকিব ছিলেন আপন আলোয় উজ্জ্বল। সম্প্রতি শিশিরের সঙ্গে সাকিবের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এই গুঞ্জন উড়িয়ে দিতে শিশিরের সঙ্গে ভালো সময় পার করছেন এই অলরাউন্ডার।

লন্ডনের রাস্তায় স্ত্রীর সঙ্গে সাকিবের ঘোরাঘুরির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দুজনকেই দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে।

অবকাশ যাপনের খুব বেশি সময় নেই সাকিবের হাতে। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। শিগগির দলের সঙ্গে যোগ দিতে লন্ডন থেকে ভারতে যাবেন সাকিব।

এআর

Wordbridge School
Link copied!