• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাকিস্তানের ক্রিকেটকে আইসিইউতে দেখছেন সাবেক তারকা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৪:৩১ পিএম
পাকিস্তানের ক্রিকেটকে আইসিইউতে দেখছেন সাবেক তারকা

ঢাকা: বর্তমানে পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে আছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে লতিফ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বর্তমানে আইসিইউতে রয়েছে। তাদের একজন পেশাদার ডাক্তারের প্রয়োজন।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে হতাশা প্রকাশ করেন লতিফ। শারীরিক প্রশিক্ষণ এবং আর্থিক ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই পেশাদার দক্ষ জনবলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক।

লতিফ বলেন, ‘তাদের শারীরিক এবং আর্থিক বিষয়াবলি পরিচালনার জন্য প্রযুক্তিগতভাবে দক্ষ পেশাদার লোকের প্রয়োজন। প্রশিক্ষক এবং অন্যান্য অনেক জিনিসের প্রয়োজন। মাঠে বা মাঠের বাইরে আপনি অনেক সমস্যা দেখতে পারেন।’

আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠের এই সিরিজেও কঠিন চ্যালেঞ্জের মধ্যে যাবে বাবর আজমরা। কারণ, ২০২২ সালে দুই দলের শেষ টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার ভালো কিছু করতেই হবে তাদেরকে।

আগামী ৭ অক্টোবর থেকে মুলতানে শুরু হবে লাল বলের সিরিজটি।

এআর

Wordbridge School
Link copied!