Menu
ঢাকা: মৌসুম শুরুর আগেই ব্রাজিলের তরুণ সেনসেশন এন্ড্রিককে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। নতুন ক্লাবের পাশাপাশি এবার নতুন জীবনেও প্রবেশ করলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজের চেয়ে পাঁচ বছরের বড় প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এই ফরোয়ার্ড।
এন্ড্রিকের বয়স ১৮ হলেও তার বান্ধবীর বয়স ২৩ বছর। গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন এই জুটি। পরিণয় পরিণত করেছেন প্রণয়ে।
সেই সুখবর ইন্সটাগ্রামে জানান পাত্রী মিরান্ডা নিজেই। নিজের ইন্সটাগ্রাম ওয়ালে বিয়ের কয়েকটি ছবি দিয়ে মুহূর্তটি ভাগ করেন ভক্তদের সঙ্গে।
পেশায় মডেল ও কনটেন্ট নির্মানকারী মিরান্ডা লেখেন, ‘এখন আর আমরা দুজন নই, এক প্রাণ। স্রষ্টা যখন কাউকে একত্রিত করেন, কারও সাধ্য নেই আলাদা করার। অবশেষে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।’
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT