• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

রোহিত-জয়সওয়াল ফিরলেও বড় হচ্ছে ভারতের লিড  


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৪:৫৫ পিএম
রোহিত-জয়সওয়াল ফিরলেও বড় হচ্ছে ভারতের লিড  

ঢাকা: ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হতো। কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। দেড়শর আগেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আবারো ব্যাটিংয়ে নেমেছে রোহিতের দল। প্রথম ইনিংস শেষে ভারত এগিয়ে ছিল ২২৭ রানে। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৫০ করে ফেলেছে স্বাগতিকরা। রোহিত-জয়সওয়ালকে বিদায় করেছেন তাসকিন-নাহিদ। এরপরও নিরাপদে ভারত। তাদের লিড ছাড়িয়েছে ২৭০।

এর আগে লেংথে করা বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। বাঁহাতি ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালের জন্য ছিল অ্যাঙ্গুলার ডেলিভারি। বলটি হালকা চালে ড্রাইভ করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটেকের পেছনে। দ্বিতীয় ইনিংসে এটি নাহিদ রানার প্রথম উইকেট।

এছাড়া ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পান তাসকিন আহমেদ। ভারতীয় অধিনায়ক ও ওপেনারকে তৃতীয় স্লিপে জাকিরের ক্যাচে পরিণত করেন এই পেসার। ৭ বলে ৫ রান করে আউট হলেন রোহিত। দিনের খেলার ১৫তম উইকেট। ক্রিজে শুবমান গিলের সঙ্গী কোহলি।

এআর

Wordbridge School
Link copied!