ঢাকা: তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারল না বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিং করে এই সেশনে ১২৪ রান যোগ করেছে ভারতীয়রা। বাংলাদেশি বোলাররা তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৩২ রানের লিড নিয়েছে ভারত। এখনও তাদের হাতে আছে ৭ উইকেট।
৮৬ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার ঋষভ পান্তের সংগ্রহ ৮২ রান।
তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার। নিয়মিত বাউন্ডারি মেরে বাংলাদেশি বোলারদের চাপের ওপর রেখেছেন তারা। ভারতের দলীয় রান যখন ১৯৩, তখন একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। তবে সাকিব আল হাসানের বলে ওঠা পান্তের ক্যাচটি নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। এর আগে প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
এসএস