• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাজমুলের ফিফটির পর আলোক স্বল্পতায় শেষ তৃতীয় দিন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৫:০৩ পিএম
নাজমুলের ফিফটির পর আলোক স্বল্পতায় শেষ তৃতীয় দিন

ঢাকা: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আকাশে শেষ বেলায় দেখা দিয়েছে কালো মেঘ। এর কারণে হয়েছে আলোর স্বল্পতা। 

ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে অল্প আলোতে আম্পায়ার খেলা চালিয়ে নেওয়ার পক্ষে নন। দুই দলের খেলোয়াড়েরাই মাঠ ছেড়েছে। দ্বিতীয় ইনিংসে ৩৭.২ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ তুলেছে ১৫৮ রান। জিততে হলে বাংলাদেশকে এখনো করতে হবে ৩৫৭ রান। 

শান্ত ৫১ আর সাকিব ৫ রানে অপরাজিত। টেস্ট ক্রিকেটে নাজমুলের সর্বশেষ ৫০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস ছিল ২০২৩ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। 

সেই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ১০ ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৩৮, বাংলাদেশের সর্বশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে। তার রানখরা নিয়ে সমালোচনাও কম হয়নি। এই সমালোচনার মধ্যেই আজ পেলেন ফিফটি।

এআর

Wordbridge School
Link copied!