Menu
ঢাকা : প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় চেন্নাই টেস্ট থেকে প্রায় ছিটকেই গেছে বাংলাদেশ। ম্যাচ জেতার জন্য তাদের লক্ষ্য এখন ৫১৫ রানের। তৃতীয় দিন শেষে তারা করেছে ৪ উইকেটে ১৫৮ রান। বাকি ৬ উইকেটে আরও ৩৫৭ রানের লক্ষ্যে রোববার (২২ সেপ্টেম্বর) মাঠে নামছে তারা।
পঞ্চাশ ছুঁয়ে ৬০ বলে ৫১ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দেবেন ১৪ বলে ৫ রানে থাকা সাকিব আল হাসান।
ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় ভারত। বাংলাদেশের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য।
আলোকস্বল্পতায় শনিবার (২১ সেপ্টেম্বর) শেষ দিকে ৪০ মিনিট আগে বন্ধ হয়ে যায় খেলা। রোববারের আবহাওয়ার পূর্বাভাসেও রয়েছে বৃষ্টির শঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৩৭৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯
ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-১-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT