ঢাকা: কোনো ম্যাচে জয় না পেয়েও সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে মালদ্বীপ ও বাংলাদেশের পয়েন্ট ছিল সমান।
ফলে সেমিফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা নির্ভর করছিল ভারত-মালদ্বীপ ম্যাচের উপর। সেখানে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। আর গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে পা রাখলো বাংলাদেশ।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ (২৪ সেপ্টেম্বর) মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ভারত। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখলো তারা। অন্যদিকে কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে উঠে গেছে সেমিফাইনালে।
এআর