• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাকিবের অবসর এবং নিরাপত্তা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি


স্পোর্টস ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:০৩ পিএম
সাকিবের অবসর এবং নিরাপত্তা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ঢাকা: অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা ছিলো তুঙ্গে। সেই আলোচনার মাঝেই বিস্ফোরক খবর দিলেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার জানালেন, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরইমাঝে খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন দেশের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। 

এমনকি দেশে ফেরা নিয়ে বিসিবির কাছে নিরাপত্তাও চেয়েছেন সাকিব। 

এসব বিষয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি, পুলিশ বা র‍্যাব নই। এটা (নিরাপত্তা) আসলে আমার বা বিসিবির হাতে নেই। এটা সরকার-পর্যায় থেকে আসতে হবে। নিরাপত্তা দুই রকমের। একটা হলো সে হয়তো পরিষ্কার করেছে, বলেছে (সরকারি), আরেকটা হলো আমাদের দর্শকরাও আছে। তো এই ব্যাপারটা তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ হতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারব না বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’

মিরপুরে শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। এ নিয়ে বোর্ড ও নির্বাচকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা মিশ্র। অনেকে নিউজ করেছে কিংবদন্তির চেয়ে বেশি সে। একটা-দুইটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। আমার সঙ্গে তার দুই দফায় আলোচনা হয়েছে। তার সাক্ষাৎকার দেখেছি। আমার সঙ্গে যা কথা হয়েছে, এটাই সে তুলে ধরতে চেয়েছে।’

তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি।’

আইএ

Wordbridge School
Link copied!