ঢাকা : দিন দিন বয়স বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনারদোর। সঙ্গে বাড়ছে তার গোল সংখ্যাও। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরেকটু কাছে গেলেন তিনি।
সৌদি প্রো লিগে শুক্রবার আল ওয়েদাহর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো। মৌসুমে এটি রোনালদোর চতুর্থ আর ক্যারিয়ারে ৯০৩ তম গোল। কিংস কাপের ম্যাচে বিশ্রামে থাকলেও এদিন শুরুর একাদশেই মাঠে নেমেছিলেন সিআরসেভেন।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, 'টানা তৃতীয় জয়।' সঙ্গে জুড়ে দেন ফায়ার ইমোজি।
অবশ্য রোনালদোর আগে গোল করে প্রথমার্ধের ৪১ মিনিটে স্বাগতিক আল নাসরকে এগিয়ে দেন অ্যাঙ্গেলো গ্যাব্রিয়েল।
সৌদি প্রো লিগে এই মৌসুমে ৫ ম্যাচে এটি তৃতীয় জয় নাসরের। সঙ্গে দুই ড্র তে মোট ১১ পয়েন্টে টেবিলের তিনে আছে আল নাসর।
এমটিআই