• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৩:০৬ পিএম
তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা 

ঢাকা: অবশেষে হতাশার খবর। তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। 

সকাল থেকে বৃষ্টি না হলেও কেন খেলা শুরু করা গেল না, তা নিয়ে অবশ্য ধোয়াশা তৈরি হয়েছে।

দুই দলের খেলোয়াড়েরা আজও হোটেল থেকে মাঠে আসেননি। দুই দলকেই জানানো হয়েছে আউটফিল্ড ভেজা থাকায়ই খেলা শুরু করা যাচ্ছে না। 

আর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেস বক্সে থাকা সাংবাদিকদের বলা হয়েছে, খেলা শুরু হচ্ছে না আলোক স্বল্পতার কারণে। 

সকাল থেকে কানপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘলা ছিল। তাই আলোক স্বল্পতার কারণে খেলা শুরু হচ্ছে না বলে তাকে জানিয়েছেন ম্যাচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এআর

Wordbridge School
Link copied!