• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

তাণ্ডব চালাচ্ছে ভারত, দ্রুততম ১০০ করার বিশ্বরেকর্ড 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:০৫ পিএম
তাণ্ডব চালাচ্ছে ভারত, দ্রুততম ১০০ করার বিশ্বরেকর্ড 

ঢাকা: জাদেজার বলে তাকেই ক্যাচ দিয়ে খালেদ ০ রানে আউট হলে বাংলাদেশ ইনিংসের সমাপ্তি ঘটে। তিনে নামা মুমিনুল এক প্রান্তে ১০৭ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ২৩৩ রানে। দিনের দ্বিতীয় সেশনে ৮.২ ওভারে ২৮ রান তুলতেই শেষ চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এদিকে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালাচ্ছে ভারত। ১০.১ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছে ভারত। টেস্ট বল বাই বলের হিসেব আছে এমন ম্যাচে এত কম ওভারে আর কোনো দল ১০০ করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল ভারতেরই। 

২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারের ১০০ ছুঁয়েছিল ভারতীয়রা। বাংলাদেশের বিপক্ষে এর আগে সবচেয়ে কম ১৩.২ ওভারে ১০০ করেছিল শ্রীলঙ্কা। ২০০১ সালে কলম্বোর সেই ম্যাচটি এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল।

ভারতের রান ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২৭ রান। 

ভারতের হয়ে টেস্টে দ্রুততম ফিফটির সম্ভাবনা তৈরি করেছিলেন যশস্বী জয়সোয়াল। ২৬ বলে ৪৮ রান করা ভারতীয় ওপেনার পরের বলে ২ রান নিলেই ঋষভ প্যান্টের ২৮ বলের রেকর্ড ভেঙে ফেললেন। তবে ওই ২ রান তুলতে আরও ৫ বল খেলতে হয়েছে তাকে। ভারতীয় রেকর্ড না হলেও বাংলাদেশের বিপক্ষে দ্রুততম ফিফটি পেয়ে গেছেন জয়সোয়াল।

এআর

Wordbridge School
Link copied!