• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৩:৩৩ পিএম
১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

সিরিজে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা।

এই দুই টেস্টের সিরিজ সামনে রেখে এ মাসেই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসেছিল চার সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা দলের সফরও কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের রুটিন সফরটাও তাই বাড়তি গুরুত্ব পেয়েছিল।

দক্ষিণ আফ্রিকা এর আগে বাংলাদেশে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১৫ সালে। ওই সফরে ২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলে দুই দল। 

টি-টোয়েন্টি সিরিজটা দক্ষিণ আফ্রিকা জিতলেও ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই হয়েছিল ড্র। তাতে অবশ্য বৃষ্টিরই বড় অবদান ছিল।

এআর

Wordbridge School
Link copied!