ঢাকা: ১৮.২ ওভারের খেলা চলছিল তখন। খালেদ আহমেদকে ফাইন লেগ দিয়ে নজরকাড়া এক বাউন্ডারি হাঁকালেন বিরাট কোহলি।
সেইসঙ্গে ভারতের তৃতীয় বিশ্বরেকর্ড হয়ে গেলো। দ্রুততম ফিফটি (৩ ওভারে), দ্রুততম সেঞ্চুরির (১০.১ ওভার) পর টেস্ট ইতিহাসে দ্রুততম দেড়শ রানের রেকর্ডও গড়লো ভারত।
১৮.২ ওভারে দেড়শ রান করে ভারত ভাঙলো নিজেদের রেকর্ডই। এত দিন দ্রুততম দলীয় ১৫০ ছিল ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের।
অথচ খালেদের ওই ওভারে আগের বলটিতেই কোহলি আউট হয়ে যেতে পারতেন। সিঙ্গল নিতে চেয়েছিলেন তিনি, ননস্ট্রাইকে থাকা রিশাভ প্যান্ট সাড়া দেননি। কোহলি ততক্ষণে পিচের প্রায় মাঝে চলে গেছেন।
খালেদ পেয়ে যান বল, স্টাম্পের একদম কাছে। যেখান থেকে চাইলে বলসহ হাত দিয়েই স্টাম্প ভেঙে দিতে পারতেন। কোহলি রানআউট হতেন নিশ্চিত।
কিন্তু খালেদ তাড়াহুড়া করতে গিয়ে স্বল্প দূরত্ব থেকে স্টাম্পে বল ছুড়ে মারেন, সেটি লাগেনি। কোহলি রানআউট থেকে বেঁচে যান ব্যক্তিগত ২ রানে। বেঁচে যাওয়ার পর তাণ্ডব চালান কোহলি। ৩৬ বলে ৪৭ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে প্যাবিলিয়নের পথ ধরেন।
ভারতের রান ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান। স্বাগতিকদের লিড ২২ রান।
এআর