• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ক্যামেরুনের ম্যাচে ৬ মাস নিষিদ্ধ স্যামুয়েল ইতো


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১, ২০২৪, ০৯:৫০ পিএম
ক্যামেরুনের ম্যাচে ৬ মাস নিষিদ্ধ স্যামুয়েল ইতো

ঢাকা:  অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে স্যামুয়েল ইতোকে শাস্তি দিয়েছে ফিফা। ক্যামেরুনের এই গ্রেট ফুটবলারকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জাতীয় দলের কোনো ম্যাচে উপস্থিতি থাকতে পারবেন না তিনি।

বার্সেলোনার সাবেক ফুটবলার এতো এখন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি। ২০২১ সাল থেকে এই পদে আছেন তিনি।

কলম্বিয়ায় গত ১১ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনের শেষ ষোলোর ম্যাচে ইতোর বিরুদ্ধে দুটি নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল ক্যামেরুন।

ম্যাচটিতে কী কাণ্ড ঘটিয়েছিলেন এতো, সেটা নিয়ে বিস্তারিত কিছু বলেনি ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, অফিসিয়ালদের সঙ্গে ‘আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতি ভেঙেছেন’ সাবেক স্ট্রাইকার।

ক্যামেরুনের হয়ে চারটি বিশ্বকাপে খেলেন ৪৩ বছর বয়সী ইতো। বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে পরপর দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি।

এআর

Wordbridge School
Link copied!