• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিপিএলের দল কিনেছেন শাকিব খান


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০২৪, ১১:৪০ এএম
বিপিএলের দল কিনেছেন শাকিব খান

ঢাকা : দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার পর্দা বলতে গেলে একাই শাসন করছেন শাকিব খান। এবার ক্রিকেট মাঠেও দেখা যাবে তাকে।

তবে ক্রিকেটার হিসেবে নয়, বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) দলের মালিক হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি।

বিপিএলের একটি দল কিনেছেন শাকিব। তার দলের নাম 'ঢাকা ক্যাপিটালস'।

শাকিব খান তার কসমেটিকস ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে এ দল কিনেছেন।

রিমার্ক-হারল্যান থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রিমার্ক-হারল্যানের হেড অফিসে 'ঢাকা ক্যাপিটালস' টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে আমি সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে 'ঢাকা ক্যাপিটালস'।

লোগো উন্মোচন অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।

এমটিআই

Wordbridge School
Link copied!