• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০২৪, ০৪:০০ পিএম
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

ঢাকা: মরুর দেশে অনেকটা নীরবেই পর্দা উঠল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপ। দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সেই সৌভাগ্য জ্যোতিরা হারিয়েছেন রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির কারণে। যে কারণে টুর্নামেন্টের আয়োজক হলেও খেলতে হচ্ছে পরের মাঠে। এর মধ্য দিয়ে এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসল নিরপেক্ষ কোনো ভেন্যুতে। 

এখন পর্যন্ত পাঁচটি আসরে খেললেও, বাংলাদেশের জয় কেবল এক ম্যাচে। যা নিজেদের প্রথম আসর ২০১৪ সালে, ঘরের মাঠে। এরপর আরও চার আসরে অংশ নিলেও বাংলাদেশ জয়ের স্বাদ পায়নি। এবার সেই জয়খরা কাটাতে চায় টাইগ্রেসরা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ একাদশে চমক তাজ নেহার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া টপ অর্ডার এই ব্যাটারের অভিষেক হচ্ছে আজ। 

বাংলাদেশ একাদশ
সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ
সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।

এআর

Wordbridge School
Link copied!