• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

যেসব কারণে ফের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৪, ২০২৪, ০১:০৩ পিএম
যেসব কারণে ফের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম

ঢাকা:  দ্বিতীয় দফায় পাকিস্তানের নেতৃত্ব পাওয়ার পর আবারও দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বাবর আজম। এবার এক বছরের কম সময়ের আগে নেতৃত্ব ছাড়লেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবর বলেছিলেন, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বাবর বলেছিলেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’

নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় বাবর বলেছিলেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়।

কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

তবে ভিন্ন কারণ খুঁজে পেয়েছে দেশটির গণমাধ্যম। পিসিবির এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে বলেছেন, 'কারস্টেন ও সহকারী কোচের রিপোর্টে বাবর সন্তুষ্ট নয়। ওর মনে হয়েছে পুরো দায় কেবলমাত্র ওর ওপর চাপানো হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। তাতে বাবর আরও ক্ষুব্ধ।'

'সেই কারণেই ও আর অধিনায়ক থাকতে চায়নি। নাকভিকে সব কথা জানিয়েছে বাবর। ওর মতে, এক জন অধিনায়কের সঙ্গে এই ভাবে কোনও কোচ ব্যবহার করতে পারে না। বোর্ডকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে বাবর।'

এআর

Wordbridge School
Link copied!