ঢাকা: প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবারে সামনে ইংল্যান্ড। টসও জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। আর টসে জিতেই বাংলাদেশের মেয়েদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
এই দিনে বাংলাদেশ মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। ওপেনার হিসেবে মুরশিদা খাতুন বাদ পড়ছেন। দলে আছেন দিলারা আক্তার। ইংল্যান্ড দল এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করছে। বাংলাদেশের বিপক্ষে তারা নামছে চার স্পিনার নিয়ে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এআর