• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০২৪, ০৭:০৬ পিএম
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা: গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস হেরে অবশ্য আগে ব্যাট করবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়।

টি-টোয়েন্টিতে দুই দলের এটি ১৫তম ম্যাচ। আগের ১৪ দেখায় ১৩টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের জয় মাত্র একটি হলেও সেটি আবার ভারতে, ২০১৯ সালে দিল্লিতে। 

প্রায় দুই বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন। অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ফেরা প্রায় ১৫ মাস পর। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি।

এছাড়া একাদশে ফেরানো হলো জাকের আলি ও শরিফুল ইসলামকে। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান ও সৌম্য সরকার। অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই নেই সাকিব। সৌম্য স্কােয়াডেই জায়গা পাননি।

শরিফুল ছাড়াও পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। মিরাজের সঙ্গে স্পিন সামলাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: 
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারতের একাদশে দুই অভিষেক
ভারতের হয়ে অভিষেক হচ্ছে পেসার মায়াঙ্ক যাদব ও মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ কুমারের। এ ছাড়া ৩ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী।

এআর

Wordbridge School
Link copied!