Menu
ঢাকা: টস হেরে ব্যাট করতে নেমে একের এক উইকেট হারাচ্ছে টাইগাররা। ঠিক আগের বলটিতেই চার মেরেছিলেন লিটন দাস। সেটি ছিল তার প্রথম বল। পরের বলে আবারও বড় শট খেলতে চাইলেন লিটন দাস। বল উঠল ওপরে, সহজ ক্যাচ রিংকু সিংয়ের হাতে। লিটন দাসের পর এবার আউট আরেক ওপেনার পারভেজ হোসেনও।
হার্দিক পান্ডিয়ার করা আগের ওভারে ফ্লিকে ছয় মেরে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। তবে তৃতীয় ওভারে অর্শদীপের প্রথম বলে বোল্ড হয়েছেন পারভেজ (৯ বলে ৮ রান)। গুড লেন্থের একটু আগে পড়া বল যতটা আশা করেছিলেন বাউন্স করেনি। বল পারভেজের ব্যাটের নিচের অংশে লেগে স্টাম্পে আঘাত হানে।
ক্রিজে নেমেই সুবিধে করতে পারছিলেন না তৌহিদ হৃদয়। এর উপর অভিষিক্ত মায়াঙ্ক যাদবকে মেডেন দেন ডানহাতি এই ব্যাটসম্যান। বরুনের বলে একবার জীবন পেলেও তার বলেই হার্দিককে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ফেরার আগে করে ১৮ বলে ১২ রান। এদিকে সুবিধে করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। যাদবকে উড়িয়ে মারতে গিয়ে ১ রান করে বিদায় নেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
বাংলাদেশের রান ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান। পঞ্চম ওভারে ১৫ রান নিলেও ষষ্ঠ ওভারেই থমকে যায় বাংলাদেশের রান।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT