• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কাছে ৮ ম্যাচের ৪টিতেই হারল দ. আফ্রিকা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৮, ২০২৪, ০৩:৪৯ পিএম
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কাছে ৮ ম্যাচের ৪টিতেই হারল দ. আফ্রিকা

ঢাকা:  হার দিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করল দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে কাল আয়ারল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডেতে ৬৯ রানে হেরেছে প্রোটিয়ারা। 

আমিরাত সফরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি ম্যাচ খেলে চারটিতেই হারল প্রোটিয়ারা। 

আফগানিস্তানের কাছে ৩-ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে দলটি। এরপর আয়ারল্যান্ডের সঙ্গে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১-এ ড্র করে। আর ওয়ানডে সিরিজ প্রথম দুই ম্যাচ জয়ের পর হারল শেষ ম্যাচে।

আগেই সিরিজ জিতে নেওয়া দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বার হারল আয়ারল্যান্ডের কাছে। ২০২১ সালে মালাহাইডে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল আইরিশরা। দক্ষিণ আফ্রিকা এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে বাংলাদেশে।

কাল আয়ারল্যান্ডের জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক পল স্টার্লিং। ৯২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করেন এই ওপেনার। তার দল করে ৯ উইকেটে ২৮৪ রান। রান তাড়ায় ৪৬.১ ওভারে ২১৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে ৯৩ বলে সর্বোচ্চ ৯১ রান করেন মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলা জেসন স্মিথ। ২৯ বছর বয়সী স্মিথ গত মাসে শারজায় ওয়ানডে অভিষেক আফগানিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন শূন্য রানে।

রান তাড়ায় পঞ্চম ওভারেই ১০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফিরে যান রায়ান রিকেলটন, রিজা হেনড্রিকস ও ভারপ্রাপ্ত অধিনায়ক রেসি ফন ডার ডুসেন। জেসন স্মিথ ব্যাটিংয়ে নামেন ৫৯ রানে কাইল ভেরাইনার (৩৮) বিদায়ের পর। ২০ রান পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান ট্রিস্টান স্টাবসও (২০)। এরপর আন্দিলে ফিকোয়াওকে (২৩) নিয়ে ৪৭ রানের জুটি গড়া স্মিথ ফেরেন ৪৫তম ওভারে দলকে ২০৯ রানে রেখে নবম ব্যাটসম্যান হিসেবে। দুই আইরিশ পেসার গ্রাহাম হিউম ও ক্রেইগ ইয়াং নিয়েছেন ৩টি করে উইকেট।

এর আগে অ্যান্ডি বলবার্নিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন আইরিশ অধিনায়ক স্টার্লিং। ৭৩ বলে ৪৫ রান করে বলবার্নির বিদায়ের পর কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫৮ রানের জুটি স্টার্লিংয়ের। ওটনিল বার্টম্যানের বলে বোল্ড হওয়া ক্যাম্ফার করেছেন ৩৪ রান। 

বার্টম্যান বোল্ড করেছেন স্টার্লিংকেও। এরপর হ্যারি টেক্টর (৪৮ বলে ৬০) ও লোরকান টাকার  (২৮ বলে ২৬) চতুর্থ উইকেট যোগ করেন ৫৪ রান। ১০ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর খুব বেশি রান করতে পারেনি আইরিশরা। ৫৬ রানে ৪ উইকেট নেওয়া প্রোটিয়া পেসার লিজাড উইলিয়ামস নিজের শেষ ২ ওভারে পেয়েছেন ৩ উইকেট।

এআর

Wordbridge School
Link copied!