• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

একই দিনে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন সূচি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৮, ২০২৪, ০৪:০৬ পিএম
একই দিনে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন সূচি

ঢাকা: ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ মানেই বাংলাদেশি ভক্তদের জন্য ভিন্ন উন্মাদনা। চলতি মাসেই প্রিয় দলের খেলা দেখতে পারবেন তারা। ভিন্ন ম্যাচে চলতি সপ্তাহে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। 

আগামী কিছুদিন ক্লাব ফুটবলের ব্যস্ততা নেই। সবার ব্যস্ততা আপাতত জাতীয় দল নিয়ে। কারণ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ফের মাঠে নামবে দলগুলো। 

২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামী ১০ ও ১৬ অক্টোবর মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১০ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। দুদলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায়।

পরের ম্যাচটি হবে আগামী বুধবার। সেদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। 

একই সময়ে ব্রাজিলও মাঠে নামবে। চিলির বিপক্ষে ১১ অক্টোবর ভোর ৬টায় লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের পরের ম্যাচটি ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে, সকাল ৬টা ৪৫ মিনিটে। 

এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব সবচেয়ে চাপে আছে ব্রাজিল। সবশেষ তিন ম্যাচেই হেরেছে দলটি। আট ম্যাচে মাত্র তিন জয় ও এক ড্র-তে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে ছন্দে থাকা আর্জেন্টিনা সমান আট ম্যাচ খেলে জিতেছে ছয়টিতে। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের অবস্থান। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে উরুগুয়ে। চারে আছে ইকুয়েডর।

এআর

Wordbridge School
Link copied!