• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে আর্জেন্টিনার বিপত্তির নাম ‘হারিকেন মিল্টন’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৯, ২০২৪, ০২:৩৮ পিএম
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে আর্জেন্টিনার বিপত্তির নাম ‘হারিকেন মিল্টন’

ঢাকা : ভেনেজুয়েলাকে নিয়ে নানা ছক তো আঁকতে হচ্ছেই। তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটির আগে আর্জেন্টিনার পরিকল্পনায় বাগড়া দিয়েছে প্রকৃতিও। হারিকেন মিল্টনের কারণে ওলট-পালট হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের ভ্রমণ ভাবনা। এখন ম্যাচের আগের দিন ভেনেজুয়েলায় পৌঁছতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। এমনকি ম্যাচ একদিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও খানিকটা আছে।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এই ধাপের দুটি ম্যাচের আগে অনুশীলনের জন্য ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি ক্লাবকে বেছে নেয় আর্জেন্টিনা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোরিডায় দলের সঙ্গে যোগ দেন ফুটবলাররা। কিন্তু ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলার মাতুরিনে তাদের ভ্রমণ পরিকল্পনায় বাগড়া দিয়েছে হারিকেন মিল্টন। ক্যাটেগরি ৫ মাত্রার এই হারিকেন আঘাত হানার কথা ফ্লোরিডার পশ্চিম উপকূলে।

হারিকেনটির গতিপথে অবশ্য ফোর্ট লডারডেল পড়বে না। তবে ঝড় ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে এখানেও। রাজ্যের বেশির ভাগ অংশে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই শতাব্দীতে মার্কিন উপকূলে আছড়ে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে হারিকেন মিল্টন ।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তাই ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলায় রওনা হতে পারছে না আর্জেন্টিনা দল। কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে সেই দুর্ভাবনা ফুটে উঠল মঙ্গলবার সংবাদ সম্মেলনে।

ম্যাচটি গুরুত্বপূর্ণ, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো নিরাপদে থাকা। বাতাস ও হারিকেনের কথা যখন বলা যায়, সেটা দূরে হোক বা কাছে… বিমানবন্দর চালু থাকে কি না (দুর্ভাবনা থাকেই)…। সেদিক থেকে অবশ্যই আমরা চিন্তিত… দেখা যাক, কালকে (বুধবার) আমরা ভ্রমণ করতে পারি কি না।

আমরা কোনো কিছু নিয়ে নিশ্চিত হতে পারছি না। দুর্ভাবনা তাই থাকছেই।

আবহাওয়ার পূর্বাভাস দেখে আগেভাগেই (মঙ্গলবার) ফ্লোরিডা ছেড়ে যাওয়ার অনুরোধ করেছিলেন স্কালোনি। কিন্তু সুযোগটি তাদেরকে দেওয়া হয়নি। আবহাওয়া ঠিক থাকলে শেষ মুহূর্তে ভেনেজুয়েলায় পৌঁছবে আর্জেন্টিনা দল। স্কালোনির কণ্ঠে এখানে অসহায়ত্বই ফুটে উঠল।

আমাদের জন্য কাজটা কঠিন হবে। ম্যাচের আগের দিন পৌঁছব আমরা। যাত্রাপথে মাঝে একটা বিরতিও থাকবে, কারণ আমেরিকা থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হচ্ছে না।

এসব ব্যাপার আসলে আমাদের ওপর নির্ভর করে না। আবহাওয়া ও লজিস্টিকাল ব্যাপার নিয়ে স্রেফ বলতে পারি যে ভাগ্যটা খারাপ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফুটবলারদেরসহ আমাদের সবার নিরাপদে ও সুস্থ থাকা।

ফ্লোরিডায় অবশ্য ভালোভাবেই অনুশীলন করেছে দল। সোমবার ১০ ফুটবলারকে নিয়ে অনুশীলন সেশন পরিচালনা করেন স্কালোনি। মঙ্গলবার ছিল গোটা দলই।

চোট কাটিয়ে মেজর লিগ সকারে ফেরা অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি ফিট হয়েই জাতীয় দলের হয়ে আবার মাঠে নামছেন বলে নিশ্চিত করলেন কোচ।

লিও ভালো আছে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার আগে বেশ কয়েকটি ম্যাচ সে খেলেছে (ইন্টার মায়ামির হয়) এবং সেটাই আমাদের প্রয়োজন ছিল, মাঠে যাতে সে সময় কাটাতে পারে। গত ম্যাচের আগে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, জাতীয় দলে ফেরার আগে (ক্লাবে) কিছু ম্যাচ খেলতে হবে তাকে। এখন সে পুরো ফিট, খুব ভালো আছে এবং দলের অংশ হবে সে।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা বৃহস্পতিবার। পাঁচদিন পর মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এমটিআই

Wordbridge School
Link copied!