ঢাকা: টেস্টের পর টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে ভরাডুবি হল বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সবশেষ এই ম্যাচে ৮৬ রানের বড় পরাজয় দেখল টাইগাররা।
এমন হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। ম্যাচ হারের পর সম্প্রচার মাধ্যমকে শান্ত বলেন, ‘আমরা বারবার একই ভুল করছি, যেটা দল হিসেবে ইতিবাচক কিছু নয়। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে।
আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলব সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে, ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এরপর তারা (ভারত) ভালো ব্যাটিং করেছে।’
শান্ত আরও বলেন, ‘নিজের ওপর ভরসা রাখাটা জরুরি। আপনি যদি দেখেন ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। তবে মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, সেটা নিয়েও কাজ করতে হবে।’
এআর