• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আইকন ক্রিকেটার হয়ে ফিরছেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৪, ০৪:১১ পিএম
আইকন ক্রিকেটার হয়ে ফিরছেন সাকিব

ঢাকা : সাকিব আল হাসানকে নিয়ে যত বিতর্কই থাকুক, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হওয়ার পেছনে বড় কারিগর তিনি। খেলেছেন প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার ফিরছেন আবুধাবি টি-টেন লিগে। আগামী মৌসুমের জন্য সাকিবকে আইকন প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।

আবুধাবি টি-টেন লিগের অষ্টম মৌসুম মাঠে গড়াবে এবার।এর আগে বাংলা টাইগার্সে সাকিবের যোগ দেওয়ার বিষয়টি আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে তারা। সাকিবের দলে আছেন আরেক তারকা স্পিনার রশিদ খান। প্লাটিনাম ক্যাটাগরিতে তাকেও দলে নিয়েছে বাংলা টাইগার্স।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে টি-টেন ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে। ব্যাটে-বলে খুব একটা আলো ছড়াতে না পারলেও সাকিবের ওপর ভরসা রেখেছে দলটি। তাদের অধিনায়কের দায়িত্ব বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কাছে।

এমটিআই

Wordbridge School
Link copied!