• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১০, ২০২৪, ০৪:১৪ পিএম
টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল

ঢাকা: বর্তমান সময়ের তো বটেই, টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ খেলে টেনিস কোর্টকে বিদায় জানাবেন এই কিংবদন্তি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিওবার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী নাদাল। নিজের সীমাবদ্ধতার কারণে খেলা ছাড়ছেন বলে সেখানে জানিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ী। 

ভিডিওবার্তায় নাদাল বলেন, 'আমি এখানে এসেছি আপনাদের জানাতে যে পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি। এটা বাস্তবতা যে এই বছরগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে শেষ দুই বছর। আমি মনে করি না আমার সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আর খেলতে পারব।' 

চলতি বছরের নভেম্বরে ডেভিস কাপে শেষবারের জন্য খেলবেন নাদাল।  এরপরই তিনি টেনিসকে বিদায় জানাবেন।  তিনি রেকর্ড ১৪বার ফরাসি ওপেন জিতেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন, কিন্তু এরপর চোটের কারণে সেভাবে কামব্যাক করতে পারেননি।

কয়েক দিন আগে রজার ফেদেরার জানিয়েছিলেন, তিনি রাফায়েল নাদালকে আবারও কোর্টে দেখতে মুখিয়ে রয়েছেন। কিন্তু আশঙ্কাটা ছিলই, যে আদৌ তাকে দেখা যাবে কিনা। 

সেই আশঙ্কাই সত্যি হল, টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল। এক যুগ টেনিস খেলে ইতি টানলেন নাদাল। 

এআর

Wordbridge School
Link copied!