• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সিলেটেই মাশরাফী, ফের বরিশালে মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২৪, ১২:৩৫ পিএম
সিলেটেই মাশরাফী, ফের বরিশালে মাহমুদউল্লাহ

ঢাকা : বিপিএল ২০২৫ আসরের জন্য আজ ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছিয়ে নিচ্ছে ড্রাফট থেকে। ক্যাটাগরি 'বি' থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী গেলবারও সিলেটেই ছিলেন। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

ফরচুন বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখলেও ছেড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে আজ ড্রাফটে তারা ফের দলে ভিড়িয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

তার আগে প্রথম ডাকে চট্টগ্রাম নিয়েছে শামীম হোসেনকে, খুলনা হাসান মাহমুদকে, রংপুর নাহিদ রানাকে আর সিলেট রনি তালুকদারকে।

দ্বিতীয় ডাকে  দলগুলো দলে নিয়েছে যথাক্রমে বরিশাল তানভীর ইসলামকে, রংপুর সাইফ হাসানকে, খুলনা মোহাম্মদ নাঈমকে, চট্টগ্রাম পারভেজ হোসেনকে, ঢাকা হাবিবুর রহমানকে এবং রাজশাহী জিশান আলমকে।

এমটিআই

Wordbridge School
Link copied!