• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

শরিফুল-চাঁদনীর ঘর আলো করে এলো নতুন অতিথি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২৪, ০৬:২৫ পিএম
শরিফুল-চাঁদনীর ঘর আলো করে এলো নতুন অতিথি

ঢাকা: ভারত সিরিজ শেষ করে দেশে ফেরার পর ভক্তদের বড় সু:সংবাদ দিলেন পেসার শরিফুল ইসলাম। প্রথমবারের মতো বাবা হয়েছেন শরিফুল। জানা যায়, পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। 

পেসার শরিফুলের সামনে অবশ্য পিতৃত্বের আনন্দের পরেই অপেক্ষা করছে ক্রিকেটের ডাক। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে চলতি অক্টোবরে মাসেই। 

দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তার ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত। এরপরেই বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর। 

এছাড়া চলতি বছরের বিপিএলে ড্রাফটের আগেই দল পেয়েছেন তিনি। খেলবেন ১১ বছর পর বিপিএলে ফিরে আসা দল চিটাগাং কিংসের হয়ে। যে দলে তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকারা। 

গত বছর ২২ জুলাই স্ত্রী ফারদিন শেখ চাঁদনীর ছবি পোস্ট করে প্রথম প্রকাশ্যে আনেন শরিফুল। সেখানে তাদের বিয়ের এক বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্ল্যেখ করেন পঞ্চগড়ের এই তরুণ বাঁহাতি পেসার। 

এআর

Wordbridge School
Link copied!