• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

সাবিনারা এখন নেপালে


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৪, ০৮:১০ পিএম
সাবিনারা এখন নেপালে

ঢাকা : সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে গতকাল সকাল ১০টায় কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশ দল। ঘণ্টা দেড়েকের মধ্যেই নেপালের কাঠমান্ডুতে পৌঁছান সাবিনা খাতুন, মারিয়া মান্ডারা। সাফ দলের ২৩ সদস্যের মধ্যে চার জন ছিলেন এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশী। 

চার জনের মধ্যে আফিদা খন্দকার (৪.৩) ও শাহেদা আক্তার রিপা পাশ করেছেন। দুই তারকা ফুটবলার তহুরা খাতুন (২ বিষয়) ও শামসুন্নাহার জুনিয়র এক বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি। গতকাল সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যখন ফলাফল প্রকাশ হয় তখন নারী দল ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইটে। 

কাঠমান্ডু নামার কিছুক্ষণ পরেই ফলাফল জানতে পারেন বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। কাঠমান্ডু নামার পরপরই বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল এসোসিয়েশন। বাংলাদেশ কন্টিনজেন্টের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। 

বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশন করে। নেপালের আবহাওয়া বেশ স্বাভাবিক রয়েছে। আজ বাংলাদেশ দল মাঠে অনুশীলন করবে না। হোটেলেই সাঁতারে রিকভারি হওয়ার করার পরিকল্পনা। আগামী ১৭ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ২০ অক্টোরব থেকে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। 

২০২২ সালে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতেছিল লাল-সবুজের জার্সিধারী। তবে দুই বছরের ব্যবধানে নানা কারণে শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জের সামনে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এমটিআই

Wordbridge School
Link copied!