ঢাকা: বিশ্বকাপ বাছাই জুড়েই আলোচনায় ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্স। সমালোচিত হচ্ছিলেন কোচ দরিভাল জুনিয়রও। বিশেষ করে আক্রমণভাগে তার সেটআপ নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার অবশ্য সেসবের জবাব পেয়ে গেছেন তিনি। পেরুকে ৪-০ গোলে সহজেই হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্লাব ক্যারিয়ারে দারুণ সময় কাটানো রাফিনহা তুলে নিয়েছেন জোড়া গোল। শেষ দিকে আরও দুই গোলে ম্যাচটা নিশ্চিত করেছেন আন্দ্রিয়াস পেরেইরা ও লুইস হেনরিক। বাছাইয়ে এটি ছিল ব্রাজিলের টানা দ্বিতীয় জয়।
বিরতির একটু আগে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তুলেন রাফিনহা। পেরু ডিফেন্ডার হ্যান্ড বল করলে দীর্ঘ সময় ধরে ভার দিয়ে চেক করে নেন রেফারি। তার পরেই স্পট কিকের সিদ্ধান্ত আসে। ৪৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিতে পারতেন রদ্রিগো। কিন্তু তার চিপ সহজেই আয়ত্ত্বে নেন পেরু গোলকিপার।
বিরতির আবারও পেনাল্টি পায় ব্রাজিল। যা নিয়ে ছিল বিতর্কও। এবারও স্পট কিক থেকে জোড়া গোলটি তুলে নেন রাফিনহা। ৭১ মিনিটে লুইস হেনরিকর ক্রস থেকে দারুণ এক ভলিতে স্কোর ৩-০ করেন আন্দ্রেয়াস পেরেইরা। ৩ মিনিট বাদে নিজেই স্কোরশিটে নাম তুলেন লুইস হেনরিক।
এম