• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০
নারী সাফ ফুটবল

ভারত-পাকিস্তানের লড়াই দেখলেন সাবিনারা, ভারতের জয়


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০২৪, ০৯:৪৯ পিএম
ভারত-পাকিস্তানের লড়াই দেখলেন সাবিনারা, ভারতের জয়

ঢাকা: উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের দুই প্রতিপক্ষের ম্যাচ। তাদের সম্পর্কে জানার সুযোগটা হাতছাড়া করলেন না বাংলাদেশের ফুটবলাররা। সবাই হাজির হলেন গ্যালারিতে।

নারীদের দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উদ্বোধনী দিনে বৃহস্পতিবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তাদের খেলার ধরন, শক্তি, দুর্বলতা বুঝে নিতে দশরথ স্টেডিয়ামের গ্যালারিতে আসেন বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়েরা।

পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার দুই দলের দেখায় তারা জিতেছিল ৩-০ গোলে। ম্যাচের ৪৩ মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। 

বিরতির ঠিক আগে দিয়ে পাকিস্তান পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-১ করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) পাকিস্তান দ্বিতীয় গোল (৪-২) করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু ৭৭ মিনিটে পঞ্চম গোলটি (৫-২) করে পাকিস্তানের আশায় জল ঢেলে দেয় ভারত। 

দ্বিতীয়ার্ধে পাকিস্তান ভারতকে বেশ চাপেই রেখেছিল। দুটি সহজ গোলের সুযোগও নষ্ট করে তারা।

এআর

Wordbridge School
Link copied!