ঢাকা: ভারত সফর থেকে নাস্তানাবুদ হয়ে ফেরার পর এবার সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।
ঘরের মাঠে খেলতে নামার আগে নতুন কোচ ফিল সিমন্সের অধীনে নিজেদের বেশ ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসরা। আগামী ২১ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট শুরুর আগে টিকেটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকেট ক্রয়ের সুযোগ পাচ্ছেন সমর্থকরা। একদিনের খেলা দেখতে সর্বনিম্ন ১০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
ইষ্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম ধরা হয়েছে মাত্র ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে টিকেটের দাম পড়বে ২০০ টাকা। ক্লাব হাউজে ৩০০ টাকা খরচ করে পাঁচদিনের টেস্টের মাত্র একদিন দেখতে পারবেন তারা। ভিআইপি স্ট্যান্ডে বসে যারা খেলা দেখতে চান তাদের টিকেট কিনতে হবে ৫০০ টাকায়।
সবচেয়ে বেশি টিকেটের দাম ধরা হয়েছে গ্র্যান্ডের। ক্রিকেটারদের ড্রেসিংরুমের পাশের সেই স্ট্যান্ডে বসে দিনভর খেলা দেখতে চাইলে ১ হাজার টাকা খরচ করতে হবে। ২০ অক্টোবর থেকে টিকেট ছাড়বে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইটের পাশের বুথ থেকে টিকেট ক্রয় করতে পারবেন সমর্থকরা।
বিভিন্ন স্ট্যান্ডের টিকেটের দাম:
গ্র্যান্ড স্ট্যান্ড- ১ হাজার টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
ইষ্টার্ন স্ট্যান্ড - ১০০ টাকা
এআর