ঢাকা: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করে প্রোটিয়াদের ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে কিউই মেয়েরা।
শুক্রবার (১৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই কিউই ওপেনার সুজি বেটস ও জর্জিয়া প্লামার। তবে ইনিংস বড় করতে পারেননি প্লামার। ৭ বলে ৯ রান করে আউট হন তিনি।
তবে অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সুজি বেটস। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৩১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন সুজি। ১০ বলে ৬ রান করে তার দেখানো পথে হাঁটেন সোফি ডেভাইন।
কিন্তু তবে অ্যামেলিয়া কেরকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকেন ব্রুক হ্যালিডে। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে নিউজিল্যান্ড। ২৮ বলে ৩৮ রান করে শেষ দিকে ক্যাচ আউট হন হ্যালিডে।
১৯তম ওভারের শেষ বলে আউট হন অ্যামেলিয়া কের। ৩৮ বলে ৪৩ রান করেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত ম্যাডি গ্রিনের ১০ রান এবং ইসাবেলা গেজের ৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।
এআর