ঢাকা: দীর্ঘ অপেক্ষা শেষে এখন মাঠে ফেরার খুব কাছে নেইমার। চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠে আল-হিলালের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
থাকবেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের স্কোয়াডে।
গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। পরের মাসে এন্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোট থেকে সেরে উঠতে করান অস্ত্রোপচার।
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি থেকে গত বছরই সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। কিন্তু, একের পর এক চোটে নতুন ক্লাবের হয়ে পাঁচটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা চোটের জন্য খেলতে পারেননি সবশেষ কোপা আমেরিকায়। ২০২২ বিশ্বকাপের মতো যুক্তরাষ্ট্রের এই আসরেও শেষ আট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আল-হিলাল শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, আল-আইনের মাঠে খেলার জন্য স্কোয়াডে থাকবেন নেইমার। “নেইমার ফিরে এসেছে। চোট কাটিয়ে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়া শেষ করে সে দলের অনুশীলনে অংশ নিয়েছে।”
আগামী সোমবার হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে আল-আইনের বিপক্ষে খেলবে আল-হিলাল।
এআর